ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১০, ৩০ জুলাই ২০২০

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ জেলার নদীর তীরবর্তী এলাকায় ৩০০ পরিবারের মাঝে সিকদার গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। 

বৃহষ্পতিবার (৩০ জুলাই) সিরাজগঞ্জের ছোনগাছার শিমলা ও পাঁচঠাকুরি এলাকায় দুস্থ্যদের প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কোজ চিনি, ১ কেজি পেঁয়াজ, চিড়া ও গুড় ১ প্যাকেট, ১টি লাইফবয় সাবান সমৃদ্ধ একটি করে প্যাকেট বিতরণ করা হয়। 

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্গতি দেখে সিকদার গ্রুপ তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তারা ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই দুর্যোগ অচিরেই কেটে যাবে বলে বিশ্বাস করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি