ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে বানভাসীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ৩০ জুলাই ২০২০

কুড়িগ্রামে চরাঞ্চলের প্রায় সহস্রাধিক বানভাসী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মসালের চরে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। 

দুটি উপজেলায় প্রায় সহস্রাধিক বানভাসী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারসহ শিশু খাদ্যসহ গো-খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক রেজাউল করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা সায়হান আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ময়নুল ইসলাম, উলিপুর উপজেলার ইউএনও আব্দুল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ. ম. আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক সফি খান প্রমুখ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি