ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ৩১ জুলাই ২০২০

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ শুক্রবার সকালে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রী আতিয়া খাতুন রাজশাহীর পুটিয়া এলাকার সাগর হোসেনের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ‘ঢাকা থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এ সময় পিছন থেকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে ২৫ জন আহত হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা, সলঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি থানা হেফাজতে রয়েছে।’

সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল ইসলাম জানান, ‘আহতাবস্থায় এক নারী যাত্রী হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়। দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি