ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মানিকগঞ্জে বন্যার্তদের পাশে স্বেচ্ছাসেবক লীগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ৩১ জুলাই ২০২০

ঢাকার অদূরে মানিকগঞ্জে বন্যার্তদের ত্রাণ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। জেলার হরিরামপুর উপজেলার ধুলসুরা, আজিম নগর ও সুতালরিতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ। 

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় নেতা প্রাণকৃষ্ণ রায়, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাকিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আরমান হোসেন অপু ও দোহার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফসহ অনেকে। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারি ও বন্যা দুর্গত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

এছাড়া স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দেন তিনি। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি