ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে ঈদের নামাজ আদায় করল অর্ধশত পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫১, ৩১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে প্রায় অর্ধশত পরিবারের মুসল্লী ঈদ উল আযহার নামায আদায় করেছেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় জেলা শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত লোকজন অংশ নেয়। 

তবে সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করলেও ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মুসল্লিরা কোলাকুলি করেন।

ইমাম আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর জানান, ‘গত ১৪ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।’

এআই//এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি