ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে এবারও ঈদের জামাত মসজিদে

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৯, ৩১ জুলাই ২০২০

রাজশাহীতে এবারও ঈদ-উল-আজহার জামাত হচ্ছে না ঈদগাহে। করোনা পরিস্থিতির কারণে ঈদ-উল-ফিতরের মতো এবারও মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে হবে মসজিদেই। মানতে হবে স্বাস্থ্যবিধি।

এবারও রাজশাহীতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে মসজিদ কমিটির নির্ধারণ করে দেয়া সিদ্ধান্ত অনুযায়ী। ফলে জেলা প্রশাসন  নামাজের সময় নির্ধারণ করে দেয়নি। মসজিদ কমিটি তাদের সুবিধামতো নামাজের সময় নির্ধারণ করবে। তারপর মাইকিং করে তা জানিয়ে দেবেন বলে গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক আবদুল জলিল। 

তিনি জানান, ‘যেহেতু এবারও ঈদগাহে ঈদের জামাত হবে না, তাই সময়ও নির্ধারণ করে দেয়া হয়নি। মসজিদ কমিটি তাদের সুবিধামতো সময় নির্ধারণ করবে। তবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে সব জায়গায় ঈদের নামাজ হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আমি রাজশাহীর কালেক্টরেট মসজিদে নামাজ পড়ব। সেখানে জামাত সকাল ৮টায়। রাজশাহী হজরত শাহমখদুম (রহ.) দরগা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’

সরকারি নির্দেশনা অনুযায়ী হজরত শাহমখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে জামাত না করার কারণে সেটি এই মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।

এআই//এমবি


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি