ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জাবি শিক্ষার্থীকে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত : ২২:৪৮, ৩১ জুলাই ২০২০

‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০২০’ এর পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাগর দীঘির পাড়ের মৃত মো. মাকসুদুর রহমানের মেয়ে মারিয়া খাতুন শুভ্রাকে এ সহায়তা প্রদান করা হয়। মারিয়া জাবির বায়োক্যামেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।  

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী কৃতি এই শিক্ষার্থীর হাতে এক লাখ টাকার শিক্ষা অনুদানের চেক তুলে দেন। 

জানা গেছে, মারিয়ার বাবা গত ঢাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি (মাকসুদুর রহমান) ডা. আশীষের বাল্যবন্ধু। বন্ধুর অকাল মৃত্যুতে তার প্রতিষ্ঠান ইউনিভার্সেল হাসপাতালের পক্ষ থেকে তার সন্তানদের শিক্ষার দায়িত্ব নেন তিনি।  এ সময় মারিয়ার মা ও ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি