ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামের সংবাদকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৫, ৩১ জুলাই ২০২০

কুড়িগ্রামে করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে কাজ করা সংবাদকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত চেুক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ চেক তুলে দেয়া হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক মতলুবুর রহমান সফি খান প্রমুখ। 

অনুষ্ঠানে প্রথম দফায় ৩১ জন সাংবাদিকদের প্রতিজনকে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা স্কুল অডিটোরিয়ামে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চেকগুলো হস্তান্তর করেন। 

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি