ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে স্বাস্থ্যবিধি মেনে মাশরাফির ঈদের নামাজ আদায়

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নিজ এলাকায় ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। 

করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় নড়াইল সদর উপজেলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। 

এছাড়া পরিবারের সদস্যরাও তার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বলেন, ‘বৈশ্বিক মহামারি চলছে। রোজার ঈদের আগে থেকে কারোনা মহামারি শুরু হয়েছে। এ অবস্থায় সবাই সাবধানে থাকবেন। যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। করোনা ভাইরাসে যারা আক্রান্ত আছেন, আল্লাহর কাছে দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

তিনি বলেন, ‘যারা সুস্থ আছেন, তারা সাবধানে থাকবেন যাতে করোনায় আক্রান্ত না হন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। সবাই ভালো থাকবেন, সেই দোয়া করি। আমার জন্যও সবাই দোয়া করবেন।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি