ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে তিন হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটে স্বাস্থ্যবিধি মেনে ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জেলার প্রায় তিন হাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ লা আগস্ট) সকাল সাড়ে ৭টায় জেলার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অধ্যক্ষ আব্দুল মতিন।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হাক্কানী প্রমুখ।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থেকে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি