ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে সেনাবাহিনীর কোরবানির মাংস বিতরণ

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:১১, ১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকার দোহারের বন্যাদুর্গত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির মাংস বিতরণ করেছেন সেনাসদস্যরা। শনিবার ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মাংস বিতরণ করা হয়।

দোহারে পানিবন্দি হয়ে উপজেলার হাজার হাজার মানুষ অসহায় জীবন যাপন করছে। বন্যাদুর্গত মানুষের মাঝে কিছুদিন যাবত ত্রাণ বিতরণ করেছেন সেনা সদস্যরা। এরই ধারাবাহিকতায় ঈদুল আযহায় শতাধিক পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেন সেনাবাহিনীর সদস্যরা।

উপস্থিত সেনা সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তাদের এই উদ্যোগ আগামী তিন দিন ধরে চলমান থাকবে।

বন্যাদুর্গত মানুষদের সহায়তা লক্ষ্যে সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ। ভবিষ্যতে এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী কাজ করে যাবে বলে তারা আশাবাদী।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি