ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৩, ১ আগস্ট ২০২০

করোনা ভাইরাসের কারণে এবারও সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাঁহে ঈদ-ঊল-আযহার নামাজ আদায় করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দ্বিতীয়বারের মতো ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছে মুসল্লিগণ।
    
শনিবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয়টি পৌনে ৯টায় এবং তৃতীয়টি সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন এবং এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি