ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ভাঙ্গন, আতঙ্কে শহরবাসী

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪২, ১ আগস্ট ২০২০

মাদারীপুর শহর রক্ষা বাঁধের একাংশে ভেঙ্গে গেছে আড়িয়াল খাঁ নদীর প্রবল স্রোতে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ওই অংশে আগে থেকেই পানি চুয়াতে থাকে। বিকেলের দিকে হঠাৎ করেই ফাঁটল ধরে তা বড় হতে থাকে, এক পর্যায়ে বাঁধের একাংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকটি গাছপালা চলে গেছে নদী গর্ভে। আসপাশের বাড়ি ঘরের মালামাল সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। 

ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালির বস্তা ফেলা হচ্ছে ওই স্থানে। স্থানীয় বাসিন্দা কামাল সরদার বলেন, ভাঙ্গনের কারণে আমরা আতঙ্কে আছি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান,  শহর রক্ষা বাঁধের একাংশ ভেঙ্গে গেছে। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

এদিকে ভাঙ্গনের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন স্থল পরির্দশ করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি