ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ছাগলনাইয়ায় দু’দল ডাকাতের গোলাগুলিতে নিহত ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ২ আগস্ট ২০২০

ফেনীর ছাগলনাইয়ায় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ কামরুল (২৪) প্রকাশ গুনাই কামরুল নামের এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রোববার রাত ২ টার দিকে উপজেলার পাঠানগড় ইউনিয়নের পশ্চিম শিলুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র।

ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, পাঠানগড় ইউনিয়নের পশ্চিম শিলুয়া এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুনাই কামরুল নামের এক ডাকাত সদস্যের মৃতদেহ দেখতে পায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলিসহ রামদা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। 

তিনি জানান, ডাকাত গুনাই কামরুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,অস্ত্র ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে। সে একই ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের মোহাম্মদ হানিফ মিঞার ছেলে।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি