ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় চামড়ার মূল্য ২০ টাকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ২ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:১৫, ২ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় গরুর চামড়া ২শ' টাকা ও ছাগলের চামড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমের কারণে জেলার এতিমখানা ও মাদ্রসা কর্তৃপক্ষ লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। আড়তগুলোতেও কম আসছে কাঁচা চামড়া।

সরকারিভাবেই এবার কোরবানির পশুর চামড়ার দাম কম নির্ধারণ করা হয়েছে। জেলার চামড়ার বেচাকেনার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল এবার একটি ছাগলের চামড়া আকারভেদে ২০ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। একটি গরুর চামড়া বিক্রি হচ্ছে ২শ' টাকা থেকে সর্বোচ্চ ৫শ টাকায়।

বিক্রেতারা জানান, আড়তে নিয়ে বিক্রি করলে গাড়ি ভাড়াও উঠছে না।

আড়তদাররা জানান, আমরা ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা পায়নি। এ বছর ধারদেনা করে চামড়া কিনছি। সামনে কি হবে বুঝতে পারছি না।

চুয়াডাঙ্গা রেলবাজারের চামড়া আড়তদার সামসুল আলম জানান, গত বছরের টাকা এখনও দেয়নি ট্যানিরি মালিকরা। এবার ধার করে চামড়া কিনছি। শ্রমিক খরচ অনেক বেশি পড়ছে। গরুর একটি চামড়া আকার ভেদে ৫শ' টাকার মধ্যে কিনছি।

চুয়াডাঙ্গা ফার্মপাড়া খাদেমুল মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, চামড়ার দামে তারা হতাশ। ২০ টাকায় ছাগলের চামড়া বিক্রি না করে নিজেরাই লবণ দিয়ে সংরক্ষণ করছেন তার।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি