ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নড়াইল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ২ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৫৩, ২ আগস্ট ২০২০

করোনা সংকটে নড়াইল জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল প্রেসক্লাবের আয়োজনে রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ চেক হস্তান্তর করা হয়।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, কার্তিক দাসসহ সাংবাদিকবৃন্দ। জেলার ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে ২ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক সাংবাদিক ১০ হাজার টাকার চেক পেয়েছেন।

মাশরাফি বিন মর্তুজা এমপি বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা মাঠপর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। সাংবাদিকরা প্রকৃত তথ্য তুলে ধরার জন্য প্রশাসন, স্বাস্থ্যবিভাগসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবেলায় যথাযথ ভূমিকা নিচ্ছেন। দেশ ও জাতির যে কোন ক্রান্তিকালে ভবিষ্যতেও সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি