ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে ফিরে না আসায় তাদের খোঁজ পড়ে। পরে অনেক খোঁজাখুজির পর পাশের পুকুরে লাশ দেখতে পায় স্বজনরা। 

ছোট্ট দুই শিশুকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এসে অশ্রুসিক্ত মানুষ বাকরুদ্ধ হয়েছেন। মিরসরাই  উপজেলার সাত কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকার সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটেছে। 

নিহত দুই শিশু হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও  তাসফীন আক্তার মারিয়া (৬)। তারা ওই বাড়ির শাজাহাজান খানসাব ও মোশারফ হোসেন সুমনের কন্যা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি