ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ২ জন এবং আইসিইউতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের আনু মিয়ার ছেলে বাবু মিয়া (৭৮), লালমাই উপজেলার আলতাফ আলীর ছেলে আতর আলী (৬৭) এবং এবং আইসিইউতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দস্তা গ্রামের আবদুল আজিজের ছেলে জয়নাল আবেদীন (৬৯) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি