ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর মায়ের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৪, ৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক আমার সংবাদ, একুশে টেলিভিশন অনলাইন এর সরাইল উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল আজকের সরাইল ডটকমের সিনিয়র রিপোর্টার, সাংবাদিক নারায়ন চক্রবর্তীর মা”পরলোক গমন করেছেন। 

রবিবার সকালে সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের মৃতঃ যতীশ চক্রবর্তীর সহধর্মিণী নিভা রানী চক্রবর্তী (৬৫) সকাল সাড়ে দশটায় উচালিয়া পাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৪টায় বড্ডা পাড়া স্বশানে তাঁর শেষকার্য করা হয়েছে। 

জানা যায়, ৮ দিন ঢাকার ইউনিভার্সেল মেডিকেলে এইচ,ডি,ইউ,তে চিকিৎসা শেষে গত শুক্রবার বাড়ি এসেছিলেন। তার মৃত্যুতে ছুটে আসেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, ইউনিভার্সেল মেডিকেলের এমডি ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, উপজেলা কৃষকলীগ ও উপজেলার প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, হিন্দু কমিনিউনিটির নেতৃবৃন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগমসহ অনেক গুণগ্রাহী। 

সাংবাদিকের নারায়ন চক্রবর্ত্তীর মায়ের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসা, ত্রিপুরা রাজ্যর সাবেক ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর, সরাইল থানার সাবেক ওসি সুভাষ চন্দ্র সাহা, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহবুব খানসহ সরাইলের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। তারা মৃতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি