ফরিদপুরে বন্যার উন্নতি, এখনও পানিবন্দী লাখো মানুষ
প্রকাশিত : ২০:০২, ৩ আগস্ট ২০২০
টানা কয়েকদিন ধরে ফরিদপুরের পদ্মা অংশে পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকায় এখনও বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।
ফলে সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলার প্রায় ২ লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। এসব এলাকার মানুষের বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাব রয়েছে এখনও।
এদিকে, বন্যার পানি কিছুটা কমার কারণে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যাকবলিত ঘরবাড়ি জাগতে শুরু করেছে। ফলে দীর্ঘ ১৫ দিন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং রাস্তার পাশে আশ্রয় নেয়া বানভাসিরা বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে, পানির তীব্র স্রোতে বিভিন্ন রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় বাড়ি ফিরতেও বিড়ম্বনা পোহাতে হচ্ছে এসব ভুক্তভোগীদের।
এআই//আরকে
আরও পড়ুন