ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

দোহারে বন্যা দুর্গতদের খাবার দিল সেনা বাহিনী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ৩ আগস্ট ২০২০

বাংলাদেশ সেনা বাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার দোহারে বন্যা দুর্গতদের মাঝে উন্নত মানের খাবার দেয়া হয়েছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সোমবার (৩ আগস্ট) এ খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, বন্যাকবলিত মানুষদের  স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারি এবং ব্যক্তি উদ্যোগে দোহার উপজেলার বেশ কয়েকটি লঙ্গরখানা পরিচালিত হচ্ছে। যেগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তরা তিনবেলা খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের মাঝে 
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সেনা সদস্যরা ঈদের দিন থেকে কোরবানির মাংস বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। 
এরই ধারাবাহিকতায় সোমবার কয়েকটি লঙ্গরখানায় কুরবানির মাংস রান্না করে বন্যাদুর্গতদের মাঝে খাবার দেন তারা।

এআই//আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি