ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাউফলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৭, ৩ আগস্ট ২০২০

পটুয়াখালীর বাউফল-বগা সড়কের আফছেরের গ্রেজ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ভববতি রাণী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গোসিঙ্গা গ্রামের মৃত ভূবন বৈরাগীর স্ত্রী ছিল। 

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, সড়কের একপাশ থেকে অপরপাশে যাওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় মোটরসাইকেলটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকেদের জানিয়েছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন।

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি