ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাজার ‘লকডাউন’ ঘোষণায় ব্যবসায়ীদের বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১০, ৩ আগস্ট ২০২০

করোনা ভাইরাসের বিস্তাররোধে নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজার ১৪ দিনের জন্য ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে যা শুরু হয়েছে।

নড়াইল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এ সিদ্ধান্তের পর বাজার এলাকায় মাইকিং করতে দেখা গেছে। এরপর দোকানপাট বন্ধ রয়েছে। তবে এই লকডাউন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দুপুরে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ এলাকায় বিক্ষোভ করেন সাধারণ ব্যবসায়ীরা। তারা হঠাৎ করে লকডাউনের সিদ্ধান্ত  মানবেন না বলে জানান। 

ব্যবসায়ীদের দাবি, নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ এলাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। জনসাধারণেরও কেনাকাটায় সমস্যা হবে।'

এআই//আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি