ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে পানিতে ডুবে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১০, ৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে মাহফুজা (১৫), মরিয়ম (১৫) ও মারিয়া (১১) নামে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধায় উপজেলার কর্পূরকাঠী গ্রামে ঘটে এ ঘটনা। তারা ওই গ্রামের আব্দুর রাজ্জাক খান ও মোখলেচুর রহমানের মেয়ে। 

মৃতদের মধ্যে, মাহফুজা স্থানীয় মানছুরিয়া দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণির শিক্ষার্থী। আর মরিয়ম কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম ও মারিয়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে তারা চাচাতো বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তিন বোন একইসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দুপুর গড়িয়ে গেলেও ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তাদের। সন্ধ্যার দিকে এক পর্যায়ে পরিবারের একজন বাড়ির সামনের পুকুরে তিন বোনের লাশ ভাসতে দেখেন।

মাওলানা মো. মহিউদ্দিন নামে নিহতের এক স্বজন জানান, 'তিন বোন মাহফুজা, মরিয়ম ও মারিয়া কেউ সাতাঁর কাঁটতে জানতো না।'

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা।
তিন বোনের এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

এআই//আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি