ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় বাস উল্টে পথচারী নিহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৯, ৪ আগস্ট ২০২০

কুমিল্লার দাউদকান্দিতে লাল-সবুজ পরিহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে উল্টে সোহাগ ভূঁইয়া (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

এ সময় আহত হয়েছেন আরও এক পথচারীসহ বেশ কয়েকজন বাসযাত্রী। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার আমিরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, 'নোয়াখালী-ঢাকা রোড়ে চলাচলকৃত লাল-সবুজ পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় আমিরাবাদ এলাকায় পৌঁছলে বাসটি সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারী মারা যান।'

বাসের ভিতরে থাকা কিছু যাত্রী সামান্য ক্ষয়ক্ষতির শিকার হলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি