ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভেড়ার জীবন বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ৪ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে সফুরা খাতুন (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সফুরা উপজেলার উথলী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উথলী রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সফুরা খাতুন উথলী রেল লাইনের ধারে ভেড়া চরাতে গেলে কয়েকটি ভেড়া রেললাইনের উপর ওঠে। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী আপ রুপসা একপ্রেস ট্রেনটি উথলী রেল স্টেশন এলাকা অতিক্রম করছিল।

ট্রেন দেখে ওই নারী লাইন থেকে ভেড়াগুলো নামাতে গেলে নিজেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি