ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

সান্তাহারে নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৫৮, ৪ আগস্ট ২০২০

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঐতিহ্যবাহী রক্তদহ বিলে নৌকা ডুবে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রক্তদহ বিলের কছিমনের দরগা এলাকায় নৌকা ডুবির এই ঘটনা ঘটে। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে কূলে উঠে প্রাণে রক্ষা পান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস হোসেন এ প্রতিবেদককে জানান, ‘মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সান্দিড়া গ্রামের প্রায় ২০ জন নারী, পুরুষ ও শিশু নৌকা চড়ে বিল পাড়ের করজবাড়ী গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। নৌকাটি বিলের মাঝামাঝি স্থানে গেলে নৌকার পাটাতন (তলা) হঠাৎ ফেটে যায় এবং যাত্রীসহ বিলের পানিতে ডুবে যায়। এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠলেও ওই গ্রামের শহিদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৫) এবং তার শিশু সন্তান সাদ (৫) বিলের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সান্তাহার শহরের একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করন।’

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নৌকা ডুবির কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি