ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার খোর্দ্দনারায়ণপুর ব্রিজ নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন, নওগাঁ শহরের চকমুক্তার মহল্লার মৃত আবেদ আলীর ছেলে মাহাবুব হোসেন (৪২) ও মান্দা উপজেলার বড়পই গ্রামের আবুল হোসেনের ছেলে মারুফ হোসেন (৪০)। 
 
মহাদেবপুর থানাধীন নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ সাংবাদিকদের জানান, ‘ঘটনাস্থলে অজ্ঞাত একটি ট্রাকের সাথে ধাক্কায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। কিন্তু পথেই দুপুর ১টার দিকে মারা যান তারা।’

এআই//আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি