ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলেশ্বর নদী থেকে নারীর গলিত লাশ উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫২, ৪ আগস্ট ২০২০ | আপডেট: ২১:০৯, ৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রাম সংলগ্ন বলেশ্বর নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের বেরি বাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম আবুল বাশার বলেন, 'স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছি। মৃত নারীর দুই হাতের কনুই থেকে নিচের অংশ এবং দুই পায়ের হাঁটুর নিচের অংশ নেই। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি