ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ছবি ও জঙ্গীবাদ সমর্থনে পোস্ট, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৯, ৪ আগস্ট ২০২০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে ছবি ও জঙ্গীবাদকে সমর্থন করে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ।  

আটককৃতরা হলেন, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা গ্রামের রওশন আলীর ছেলে নাজমুল হোসেন (২৯), আব্দুল গণি মিঞার ছেলে রুবেল রানা ওরফে বাবু (২৫) ও হানিছ মিঞার ছেলে শফিকুল ইসলাম (২৫)। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ১টার দিকে পুলিশের একটি দল সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করা করে। আটককৃতরা বেশ কয়েক বছর ধরে ফেসবুকে ‘লাল মিঞা’ ও ‘আমি মুসলিম’ নামের দুটি আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যঙ্গ করে পোষ্ট,  জাতীয় সংগীত অবমাননা ও বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে উস্কানীমূলক নানান অপপ্রচার ও জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল।’

তিনি জানান, ‘এছাড়াও তারা ফেসবুকে জিহাদ বিষয়ে যুবকদেরকে উদ্বুদ্ধ করতে নানা ধরনের প্রচারণা চালাচ্ছিল। সেই আইডিতে জাতীয় সংগীতের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসাইনের অবমাননামূলক বিবৃতির পোস্ট পাওয়া গেছে বলে উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার। আটককালে তাদের কাছ থেকে জঙ্গি কার্যক্রম পরিচালনা কাজে ব্যবহৃত দুটি এনড্রোয়েট মোবাইল ফোন সেট, ২টি গ্রামীণ সিম ও জিহাদী ১০টি বই উদ্ধার করা হয়।’
 
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ‘এ ব্যাপারে এসআই আহাম্মদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০/১২০ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের এবং গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদকর্মীগণ।

এআই//আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি