ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে ইউপি চেয়ারম্যানসহ আক্রান্ত আরও ২৮

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৭, ৫ আগস্ট ২০২০

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান, তার স্ত্রী ও নার্সসহ নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। 

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১৭ জনে দাঁড়াল। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৮ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। আর স্থানান্তর হয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন ১৮ জন। ফলে বর্তমানে মেহেরপুরে চিকিৎসাধীন আছেন ৭৪ জন। 

নতুন আক্রান্তদের মধ্যে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইযুব হোসেন ও তার স্ত্রীসহ ৪, মেহেরপুর সদরে ১৫ ও গাংনী হাসপাতালের সিনিয়ন স্টাফ নার্স ও তার স্বামীসহ ৯ জন করোনাক্রান্ত হয়েছেন।  

জেলা সার্জন জানান, ‘বিগত তিন দিনের মোট ৬৮ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।’

এআই//আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি