ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত 

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ৫ আগস্ট ২০২০

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪৯ জন। 

মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার কুষ্টিয়া মেডিকেল কলেজর পিসিআর ল্যাবে জেলার মোট ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪টি নমুনা পজিটিভ আসে। আক্রান্তের হার প্রায় ৩৮ শতাংশ। 

নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ জন, কুমারখালী উপজেলায় ১৭ জন, দৌলতপুর উপজেলায় ৪ জন ও মিরপুর উপজেলায় ৮ জন রোগী রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৪২ জন। এখন পর্যন্ত জেলায় মারা গেছে ৩৫ জন, আর সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ২২০ জন রোগী।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি