ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মেজর সিনহা হত্যাকাণ্ড: ওসি প্রদীপসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫১, ৫ আগস্ট ২০২০

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সদ্য প্রত্যাহার হওয়া এসআই লিয়াক আলীকে প্রথম ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় আসামি করে ৯ জনের বিরুদ্ধ অভিযোগ আনা হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে টেকনাফ থানাকে গ্রহণের নির্দেশ ও একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলে র‌্যাবকে নির্দেশ দিয়েছেন।’

আদালত প্রাঙ্গণে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেন, ‘পুলিশ মধ্যরাতে ফোন করে মায়ের কাছে জানতে চায় সিনহা মোহাম্মদ রাশেদের পরিচয়। তারা মৃত্যুর কথাও বলেনি। পুলিশের কাছে মামলা করলে ধীরগতি হতে পারে তাই আদালতে মামলা করেছি।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি