ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমেকে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন একজন। বাকিরা বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যান। মৃতরা সবাই হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার সকালে হাসপাতালের সহকারী সার্জন ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান। 

হাসপাতালের দেয়া তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা চৌদ্দগ্রামের রফিকুল ইসলাম (৫০)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা যান, সদরের নিলুফা (৬৫), নোয়াখালী সেনবাগের মইন উদ্দিন (৪০) ও কুমিল্লা মুরাদনগরের আয়ফলের নেছা (৬০)।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি