ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নেত্রকোণায় নৌকাডুবি, ১৭ জনের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ৫ আগস্ট ২০২০

নেত্রকোণার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকা ডুবিতে সতের জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার জন।

বুধবার দুপুরে মিনিটে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া লুবনা  আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) দুই সহোদর বোন সহ সতের জন। তারা ময়মনসিংহের চরশিতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকীদের পরিচয় সংবাদ লিখা পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন  ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে  ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে সতের জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চার জন। 

ওসি মোঃ রমিজুল হক জানান,  মদন হাওরে নৌকা ডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি