ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এখনও পানিবন্দী জামালপুরসহ কয়েকটি জেলার মানুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী জামালপুরসহ কয়েকটি জেলার মানুষ। নদ-নদীর পানি কমতে থাকলেও নদী ভাঙ্গন তীব্র হয়েছে। এদিকে, বন্যা কবলিত এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এক মাসের বেশি সময় ধরে পানিবন্দি থাকায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। 

জেলার ৭ উপজেলায় বন্যায় ২ লাখ ৪৮ হাজার ৬৩৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ১২ হাজার ৪শ ২৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বানভাসিরা মানবেতর জীবনযাপন করছে।   

টাঙ্গাইলে যমুনাসহ সকল নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বিস্তৃত চরাঞ্চলের নিম্নাঞ্চল ও অনেক এলাকা এখনো পানিবন্দী রয়েছে। এদিকে, যমুনা ও ধলেশ্বরীর ভাঙ্গনে নদী তীরবর্তী গ্রামগুলোর বাড়িঘর ভেঙ্গে যাচ্ছে।  

দুই দফা বন্যায় গাইবান্ধার ৬ উপজেলার ২৭ কোটি ৯৪ লাখ টাকার কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে। 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ১৫ গ্রামে অন্যান্য ফসলের মতো আউশ ধানের ক্ষেত ও আমন ধানের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় নষ্ট হয়েছে ৩ হাজার ৮৫০ হেক্টর জমির ফসল।

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি