ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় একদিনেই ৯২ জন শনাক্ত 

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৫, ৬ আগস্ট ২০২০

কুষ্টিয়ায় নতুন করে রেকর্ড ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৪১ জনে। 

বুধবার (৫ আগস্ট) মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেখানে বলা হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জেলার মোট ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪টির ফলাফল পজিটিভ আসে। এছাড়া ঢাকায় পাঠানো ১৮২টির মধ্যে ২৮টির পজিটিভ শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৪৯ জন রোগী। 

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদরে ৩৩, কুমারখালীতে ১১, দৌলতপুরে ৪, খোকসায় ১২, মিরপুরে ৩ ও ভেড়ামারায় একজন।

অন্যদিকে, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে আক্রান্তদের মধ্যে সদরে ১২, কুমারখালীতে ৫, দৌলতপুরে ৪, খোকসায় ৪, ভেড়ামারায় ১ ও মিরপুর উপজেলার দুইজন।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি