ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার আনসার সদস্যরা পেলেন বাইসাইকেল 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ৬ আগস্ট ২০২০

কুমিল্লায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবী ভিডিপি দলনেতা ও আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসব বাইসাইকেল তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. আবদুস সামাদ।
 
জেলার ১৭টি উপজেলার ৬০ জন সদস্যের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সার্কেল এডজুট্যান্ট ও আদর্শ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবদুস সাত্তার। 

অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. আবদুস সামাদ বলেন, ‘এসব বাইসাইকেল আনসার ভিডিপি সদস্যদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

এআই/এমবি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি