ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বৈরুতে বিস্ফোরণ : ব্রাহ্মণবাড়িয়ার আরও একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ৬ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:০২, ৬ আগস্ট ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে মো. রাসেল (২২) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরও একজনের মৃত্যু হয়েছে। সে  কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে। 

বিস্ফোরণের ঘটনায় তার বড় ভাই সাদেক মিয়া গুরুতর আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে জেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

কাইমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব মিয়া জানান, ‘প্রায় ৪ বছর আগে রাসেল লেবাননে যায়। সেখানে সে একটি তেলের পাম্পে চাকরি করত। তিন ভাই, দুই বোনের মধ্যে রাসেল সবার ছোট। রাসেলের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’

এদিকে একই ঘটনায় গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের মেহেদী হাসান রনি (২৪) নিহত হয়। 

এআই/এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি