রাজাপুরে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই: অর্ধকোটি টাকার ক্ষতি
প্রকাশিত : ১৬:৪৪, ৬ আগস্ট ২০২০
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি বাজারে একটি দোকানে মোমবাতি জ্বালিয়ে পেট্ট্রল বিক্রি কালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটায় ১৪টি দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের পৃথক ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকানগুলো রক্ষা পেলেও পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়াও অগ্নিকান্ডের দোকানদার মজিদ (৭৫) গুরুত্বর দগ্ধ হলে তাকে রাজাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে আরো ১০ জন কমবেশী আহত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিস্থরা হলেন ১) মাসুম হাওলাদার, পিতা- আবুল হাসান; ২) ফারুক মোলা, পিতা- মৃত গণি মোলা; ৩) আব্দুস সালাম মুন্সি, পিতা- মৃত রাশেদ মুন্সি; ৪) তাপস ধোপা, পিতা- অনিল ধোপা; ৫) জামাল হাওলাদার, পিতা- মৃত সায়েদ হাওলাদার; ৬) রুহুল আমিন মৃধা, পিতা- পনু মৃধা; ৭) এচাহাক হাওলাদার, পিতা- মৃতা কাশেম হাওলাদার; ৮) আব্দুল সাদি হাওলাদার, পিতা- আফেজ উদ্দিন; ৯) সম্রাট হাওলাদার, পিতা- আইয়ুব আলী হাওলাদার; ১০) বেলাল হাওলাদার, পিতা- মৃত আফেজ উদ্দিন হাওলাদার; ১১) শাহজাহান হাওলাদার, পিতা- মৃত আফেজ উদ্দিন হাওলাদার; ১২) রহমান হাওলাদার, পিতা- মৃত আফেজ উদ্দিন হাওলাদার; ১৩) বেলাল মুন্সি, পিতা- মৃত ইউনুছ মুন্সি ও ১৪) সৈয়দ আলমগীর হোসেন, পিতা- মৃত সৈয়দ আতাহার হোসেন। এরা সকলেই ঐ এলাকার বাসিন্দা।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন জানায়, রাতে বিদ্যুৎ না থাকায় ব্যাবসায়ী আব্দুল মজিদ মোমবাতি জ্বালিয়ে পেট্রোল বিক্রি করার সময় মোমবাতির আগুন পেট্রোলে ধরে যায়। আগুনে মালামাল বোঝাই ১৪ টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যাওয়ায় এসব ব্যবসায়ী ও দোকান ঘর মালিকরা নিঃস্ব হয়ে গেছেন।
রাজাপুর ফায়ার সার্ভিস অফিসার মো: আখতার হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করি।আমরা ২ টি ইউনিট এখানে প্রায় অধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এ অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে গেছে এবং ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নি দূর্ঘটনার সংবাদ পেয়ে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করার ঘোষণা দেন।
আরকে//
আরও পড়ুন