ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাপাহারে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধিঃ

প্রকাশিত : ২০:২৬, ৬ আগস্ট ২০২০

নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর সড়কের তালকুড়া ব্রীজের মোড়ে বুধবার রাতে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে শাহাবুদ্দীন ওরফে শাহু (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শাহাবুদ্দীন উপজেলার কৈকুড়ী গ্রামের সবদার আলীর ছেলে। 

একই ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী রাজিব হোসেন (২৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, বুধবার রাত ৮ টার দিকে শাহাবুদ্দীন মোটরসাইকেলযোগে উপজেলা সদর হতে বাড়ী ফিরছিলেন।

ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে দুই মোটর সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার উন্নতি না হলে দুইজনকেই রাজশাহী মেডিকালে স্থানান্তর করা হয়। রাজশাহী নিযে যাওয়ার পথে শাহবুদ্দীন মারা যান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি