ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশিমপুর কারাগার থেকে কয়েদির পলায়ন

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৪, ৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২  থেকে এক কয়েদি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগসস্ট) সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আবু বকর সিদ্দিক নামে নিখোঁজ কয়েদি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।

কাশিমপুর কারাগারের জেল সুপার জাহানারা বেগম জানান, ‘আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে কাশিমপুর কারাগারে আসেন। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে ওই কয়েদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তিনি আত্মগোপন নাকি পালিয়ে গেছে তা বলা যাচ্ছে না।’

কারা সূত্র জানিয়েছে, এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও আবু বকর সিদ্দিক আত্মগোপন করেছিলেন। তখন তিনি সেল এলাকায় সেপটিক ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। কারাগারের সর্বত্র তাকে খোঁজা হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি