ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-২

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:১০, ৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুইশ‘ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চিত্ত ঘোষ (২২) ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার সকালে বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের শিবু ঘোষের ছেলে ও শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লাল মিয়া জানান, গোপন সংবাদে জানা যায় মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে। এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেন্সিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি