ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চৌহালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী দুই ভাই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ৭ আগস্ট ২০২০

সিরাজগঞ্জের চৌহালীতে ২ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো ঢাকার মোহাম্মদপুরের ২৪৯/৫, রিয়েল স্টেট বছিলা রোড মৃত আব্দুল মাতিনের ছেলে জাহিদুর রহমান মামুন (৪২) ও মাসুদুর রহমান বাদল (২৬)।

চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার সকালে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরর্কী বেবী স্ট্যান্ডে একটি দাঁড়ানো প্রাইভেট কারে পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তখন গাড়িতে থাকা ২ কেজি গাঁজা ও দু ভাই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো- গ ১৫০০৫৯ গাড়িটিও জব্দ করা হয়। এ ব্যাপারে চৌহালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি