ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ১০
প্রকাশিত : ২২:২৩, ৭ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের মামলায় শুক্রবার অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলো, সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী(২২) একই গ্রামের খিজযুত আলীর ছেলে মুসলিম উদ্দিন ( ৪৮), ইব্রাহিমের ছেলে আইয়ুব ( ৩৩ ), ইব্রাহিমের ছেলে আলিম (৩৫), আবু হানিফের ছেলে হালিম (৩৫), লিয়াকতের ছেলে ইব্রাহিম (৫৫), দিলজরের ছেলে সোলেমান (৬৫), সোলেমানের ছেলে মাহাবুব (৩১), আবু হানিফের ছেলে গোলাম রব্বানী (২৫), মাহাবুবের স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও নূর আলমের স্ত্রী রোজিনা বেগম (২৭)। এদের সকলকে এদিন শুক্রবার বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বাড়িবসতের জমি দখলকে কেন্দ্র করে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও একই গ্রামের মুশা মাস্টার এ দ্#ু৩৯;পক্ষের মধ্যে বৃহস্পতিবার প্রচন্ড মারপিটের ঘটনা ঘটে। এতে চেয়াম্যান পক্ষের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ( ৩৭) নামে এক ব্যক্তি মারা যায় এবং দু পক্ষের ১৬ জন আহত হয়। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে ঐদিন রাতে মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।
আরকে//
আরও পড়ুন