ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে আম্পানে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৯, ৭ আগস্ট ২০২০

বাগেরহাটে ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মধ্যে লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে বাগেরহাট অফিসার্স ক্লাবে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর নজরুল ইসলাম শিকদার।

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন লায়ন্স ডা. শাহানা রাজ্জাক, এমএ মতিন খান, কায়কোবাদ মোহাম্মাদ শরিফুল ইসলাম প্রমুখ।

এসময় ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক মনি মল্লিক, জয়েন্ট সেক্রেটারী শিল্পি আক্তার, ট্রেজারার শার্মিন খান, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন মীরু, সরদার ইনজামামুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় আম্পানে ক্ষতিগ্রস্থ বাগেরহাট জেলার ২‘শ ক্ষতিগ্রস্থকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি