ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর 

 সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৬, ৭ আগস্ট ২০২০

সিরাজগঞ্জের কামারখন্দের নলকায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় স্বামী ও স্ত্রী মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাওয়ার পথে একইদিক গামী একটি বাস তাদের ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নারী নিহত হয় এবং আহত হয় তার স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি