ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ৮ আগস্ট ২০২০

বগুড়ায় ছুটি কাটাতে এসে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল লতিফ।

বগুড়ায় জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল লতিফ বগুড়া শহরের মালতি নগরে বেড়াতে আসেন।

গত ৪ আগস্ট শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৬ আগস্ট সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. লতিফ বলে জানান ওয়াদুদ।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি