ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাশরাফির বাবা-মাসহ পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০০, ৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সকালে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।  

পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামি কামরুন নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়ার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এরপর মাশরাফির নড়াইল শহরের বাড়ির প্রবেশদ্বারে দুটি ‘লাল পতাকা’ টানিয়ে দেয়া হয়েছে। সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ২০ জুন বিকেলে মাশরাফির করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এছাড়া মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ি হোসনে আরা, ছোট ভাই মোরসালিন, মাশরাফির স্ত্রী সুমির বড় বোন ও ভাগ্নি করোনা আক্রান্ত হওয়ার পর সবাই সুস্থ হয়েছেন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি