ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ইউএনওসহ আক্রান্ত আরও ২৬ 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৩, ৮ আগস্ট ২০২০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ লাইনের এক সদস্য ও রাণীশংকৈল উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ একদিনে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাঠানো রিপোর্টে সদরে ১৫, বালিয়াডাঙ্গীতে ৭ ও রাণীশংকৈলে ৪ জনের করোনা পজিটিভ আসে।’

সিভিল সার্জন জানান, ‘জেলায় এখন পর্যন্ত ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৩১, হরিপুরে ৫৪, পীরগঞ্জে ৪৭, রাণীশংকৈলে ৫৯ ও বালিয়াডাঙ্গীতে ১০০ জন। এর মধ্যে ২৭৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর মারা গেছেন ৮ জন।

এদিকে, শুক্রবার নতুন করে ২৬ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। এ নিয়ে নমুনা সংগ্রহ করা হলো  ৩ হাজার ৭৭৬ জনের। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি